৪. 📼 ক্লাস রেকর্ডিং কীভাবে দেখবেন?
ক্লাস রেকর্ডিং কিভাবে দেখবেন তার বিস্তারিত নিচে তুলে ধরা হলো
Step 1: যেসব লাইভ ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আপনি মিস করেছেন বা আবার দেখতে চান, সেগুলোর রেকর্ডিং পেতে হলে কোর্সে প্রবেশ করুন।
Step 2: কারিকুলামের মধ্যে লক্ষ্য করুন, প্রথম মডিউলের ১ম ক্লাস “১-৫ নং মাখরাজ” এর নিচে recorded লেখা আছে। যার অর্থ হলো- লাইভ ক্লাসটি সম্পন্ন হয়েছে, ক্লাসটির রেকর্ড ভার্সনটি আপনি এখান থেকেই দেখতে পারবেন। এর জন্য “১-৫ নং মাখরাজ” -এর ওপর ক্লিক করুন।

Step 3: এরপর আপনাকে এমন একটি স্ক্রিনে নিয়ে যাবে, যেখানে আপনি লাইভ কোর্সের রেকর্ডিং করা ভিডিওটি দেখতে পারবেন।
