২. 📝 কুইজ কিভাবে দিবেন?
কুইজ কিভাবে দিবেন তার বিস্তারিত নিচে তুলে ধরা হলো
Step 1: আমার কোর্সসমূহ থেকে আপনার লাইভ কোর্সটিতে ক্লিক করুন। আগের মতই নিচে দেয়া স্ক্রিনের মত একটি স্ক্রিন দেখতে পাবেন। কম্পিউটার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন: প্রথমে ডান পাশে কারিকুলামের নিচে Case 1 এর দিকে লক্ষ্য করুন। এখানে মডিউল-১ এর ২টি লাইভ ক্লাসের মধ্যে প্রথমটি কমপ্লিট হয়ে গেছে, ২য়টি চলমান। শুরু হয়েছে 12:45 PM মিনিটে। এখন Case 2 এর দিকে লক্ষ্য করুন, লেখা আছে: কুইজটি আনলক হবে Tuseday 22 April, 4:45 PM. লাইভ ক্লাস শুরুর সময় থেকে 4 ঘণ্টা পরে আপনি কুইজ দিতে পারবেন, অর্থাৎ লাইভ ক্লাসটি শেষ হতে হবে। এখন “কুইজ দিন” বাটনটি ডিজেবল আছে।

Step 2: এখন দেখুন ”কুইজ দিন” বাটনটির কালার আমাদের ওয়েবসাইটের কালারের মত হয়ে গেছে, অর্থাৎ এখন কুইজটি দেয়ার জন্য রেডি। ”কুইজ দিন” বাটনে ক্লিক করুন। এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যদি এই কুইজটিতে পরবর্তী লাইভ ক্লাসের আগে অংশগ্রহণ না করেন, তাহলে আপনি কোনো মার্কস পাবেন না। তবে প্র্যাকটিসের জন্য অংশগ্রহণ করতে পারবেন।
লক্ষ্য করুন: কুইজ দেয়ার শেষ সময় দেয়া আছে Thursday, 24 April, 8:00 PM. এখন ২য় মডিউলের প্রথম ক্লাসটি শুরু হবে ঐ দিনেরই 9:00 PM. অর্থাৎ পরবর্তী ক্লাস শুরুর এক ঘন্টা আগেই কুইজ দিয়ে সাবমিট করতে হবে।

Step 3: কুইজ দিন বাটনে ক্লিক করার পর এমন একটি স্ক্রিন দেখতে পাবেন। যেখানে কুইজের একটা ওভারভিউ থাকবে। কয়টা প্রশ্ন, কত মার্কস, কত সময়য়ের মধ্যে সাবমিট করবেন ইত্যাদি। আপনি যদি পরীক্ষা দেয়ার জন্য প্রস্তুত থাকেন তাহলে ”কুইজ দিন” বাটনে আবার ক্লিক করুন।
বি.দ্র.
১. মনে রাখবেন! প্রথমবার অংশগ্রহণের মার্কস-ই কেবল আপনার কোর্সে যুক্ত হবে। তাই ভালোভাবে বুঝে পরীক্ষা দিন। পরবর্তীতে চাইলে আপনি প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু কোনো মার্কস যুক্ত হবে না।
২. ডেট এক্সপায়ার হয়ে গেলে ৫০% মার্কস পাবেন। অর্থাৎ, পরীক্ষক যদি ২০ এর মধ্যে আপনাকে ১৮ মার্কও দেয়, তাহলে আপনি পাবেন ৯ মার্ক।

Step 4: উত্তর দেওয়া শেষে “সাবমিট” বাটনে ক্লিক করে জমা দিন। আপনি সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবেন। নিচে দেয়া স্ক্রিনের মত রেজাল্ট দেখতে পাবেন।