Tarsheed Academy

৩. 🎤 ভয়েস কুইজ কীভাবে দিবেন?

ভয়েস কুইজ কিভাবে দিবেন তার বিস্তারিত নিচে তুলে ধরা হলো

Step 1: প্রথমে ড্যাশবোর্ড থেকে আপনার কাঙ্ক্ষিত কোর্স-এ ক্লিক করুন। নিচে দেয়া স্ক্রিনের মত দেখতে পাবেন। যে লাইভ ক্লাসে ভয়েজ কুইজ দিতে হবে তার নিচেই আপনি ভয়েজ কুইজটি দেখতে পাবেন। তীর চিহ্ন দিয়ে দেখানো আছে। মোবাইলে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে, তাহলে মডিউলের মধ্যে আপনি ভয়েজ কুইজ পেয়ে যাবেন। এখন কুইজটির ওপরে ক্লিক করুন।

লাইভ ক্লাস স্ক্রিনশট

Step 2: কুইজে ক্লিক করার পর এমন একটি স্ক্রিন আসবে। এখানে কুইজ সম্পর্কে ওভারভিউ দেয়া আছে; ইনসট্রাকশন, পাশ মার্ক এবং ডিউরেশন। আপনি সর্বোচ্চ ৫ মিনিট রেকর্ড করতে পারবেন। মোবাইলে কুইজ দিন বাটনটি স্ক্রিনের একদম নিচে দেখতে পাবেন। এখন “কুইজ দিন” বাটনটিতে ক্লিক করুন।

লাইভ ক্লাস স্ক্রিনশট

Step 3: “কুইজ দিন” বাটনে ক্লিক করলে এমন একটি স্ক্রিন দেখতে পাবেন। এখন রেকর্ডিং বাটনটিতে ক্লিক করুন।

লাইভ ক্লাস স্ক্রিনশট

বি.দ্র. আপনি যখন তারশীদ একাডেমিতে প্রথম ভয়েজ কুইজ দিতে যাবেন, তখন রেকর্ডের জন্য এমন একটি পারমিশন ডায়ালগ দেখাতে পারে। নিচে তীর চিহ্ন দিয়ে দেখানো ”Allow while visiting the site” বাটনে ক্লিক করে পারমিশন দিয়ে দিন, পারমিশন দিয়ে দিলে সাথে সাথেই রেকর্ডিং শুরু হয়ে যাবে। একবার পারমিশন দিয়ে দিলে পরবর্তীতে আর পারমিশন চাইবে না।

তারপরও ভয়েজ কুইজ রেকর্ড করতে কোনো সমস্যা হলে সাপোর্ট নাম্বারে কল করুন- 01336-343484

লাইভ ক্লাস স্ক্রিনশট

Step 4: রেকর্ডিং বাটনে ক্লিক করলে এমন একটি স্ক্রিন দেখতে পাবেন। এখন প্রশ্নটির উত্তর রেকর্ড করুন। উত্তর দেয়া সম্পন্ন হলে প্রথমে রেকর্ডটি কমপ্লিট করতে লাল বাটনে ক্লিক করুন। আপনি চাইলে আপনার রেকর্ডটি কেমন হয়েছে সেটাও শুনতে পারেন। সাবমিট করার আগে চাইলে “Record Again” বাটনে ক্লিক করে আবার রেকর্ড করতে পারেন। সবকিছু ঠিক থাকলে নিচে ডানপাশে সাবমিট বাটনে ক্লিক করুন।

লাইভ ক্লাস স্ক্রিনশট

সাবমিট করার পর এমন একটি কনফার্মেশন স্ক্রিন আসবে। সেখান থেকে “Back to Course Dashboard” বাটনে ক্লিক করে কোর্সে ফিরে যান।

লাইভ ক্লাস স্ক্রিনশট

রেজাল্ট: ভয়েজ কুইজের রেজাল্ট দেখতে আপনার কাঙ্ক্ষিত কোর্স ওভারভিউ ট্যাবের ডান দিকে “ভয়েজ কুইজ” নামের ট্যাবে ক্লিক করুন। তাহলে ভয়েজ কুইজের লিস্ট দেখতে পাবেন। উত্তর দেয়া হয়ে গেলে ”বিস্তারিত দেখুন” নামে বাটনটি দেখতে পাবেন। এখন বাটনটিতে ক্লিক করলেই আপনার রেজাল্টের বিস্তারিত পেয়ে যাবেন।

লাইভ ক্লাস স্ক্রিনশট

বি.দ্র.

১. …

২. ডেট এক্সপায়ার হয়ে গেলে ৫০% মার্কস পাবেন। অর্থাৎ, পরীক্ষক যদি ২০ এর মধ্যে আপনাকে ১৮ মার্কও দেয়, তাহলে আপনি পাবেন ৯ মার্ক।